Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চমেকে মারামারি: ১১ ডাক্তারসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা


১৪ জুলাই ২০২০ ২১:৪১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় ১১ চিকিৎসকসহ ৩৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় অভিযুক্তরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। এছাড়া মেয়রের অনুসারী বিএমএ নেতা ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরীর বিরুদ্ধেও থানায় পৃথক একটি মামলার আবেদন জমা দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাতে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেছেন চমেকের শিক্ষার্থী মো. খোরশেদুল আলম। ছাত্রলীগের রাজনীতিতে জড়িত খোরশেদুল শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

রোববার সকালে চমেক হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম বিতরণের জন্য যান স্থানীয় সাংসদ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। কর্মসূচি শেষে তিনি হাসপাতাল ত্যাগের পর নাছির ও নওফেলের অনুসারী চমেক ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়। এতে দুই পুলিশসহ অন্তত ১৩ জন আহত হয়।

এই ঘটনায় একাংশের নেতা খোরশেদুল আলমের দায়ের করা মামলায় ১৬ জনের নাম আসামির তালিকায় উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ১১ জন চিকিৎসক আছেন। এরা হলেন- সোহেল পারভেজ সুমন, হিমেল চাকমা, সায়েম তানভীর, ওয়াসিম সাজ্জাদ রানা, হাবিবুর রহমান, এম আউয়াল রাফি, ওসমান গণি, ফয়সাল আহমেদ, তাজওয়ার রহমান অয়ন, আরমানউল্লাহ চৌধুরী ও নাবিদ তানভীর। এছাড়া শাহরিয়ার মো.রাহাতুল ইসলাম, আল আমিন ইসলাম শিমুল, সোয়েব আলী খান, ওয়াহিদ মুরাদ শাহীন এবং মাহাদি বিন হাশিম নামে আরও পাঁচজনকে আসামি করা হয়েছে, যারা চমেকের ছাত্র।

বিজ্ঞাপন

মামলার এজাহারে বাদি খোরশেদ তাদের ওপর হামলার অভিযোগ এনেছেন আসামিদের বিরুদ্ধে। এরপর চমেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে সেখানে আবার মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন।

আসামি সোহেল পারভেজ ও হিমেল চাকমা ২০১১ সালে ১১ অক্টোবর চমেক শিক্ষার্থী আবিদ খুনে দায়ের হওয়া মামলার আসামি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি গ্রুপ চ্যাটের স্ক্রিনশটে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সম্মানহানির অভিযোগ এনে ফয়সল ইকবালের বিরুদ্ধে পাঁচলাইশ আরেকটি এজাহার জমা দিয়েছেন চমেক শিক্ষার্থী অভিজিৎ দাশ। ফয়সাল ইকবাল চৌধুরী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘চমেকে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। ৩৬ জন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩২৫, ৩০৭ সহ সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের হয়েছে। আমরা তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেব।’

ফয়সল ইকবালের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, ‘উনার বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবেন।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ দীর্ঘদিন ধরে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পাসেও পূর্ণ আধিপত্য তাদের। এই একক আধিপত্যের বিপরীতে সম্প্রতি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী পরিচয়ে ছাত্রলীগের আরেকটি অংশ ক্যাম্পাসে সক্রিয় হয়েছে।

আ জ ম নাছির উদ্দিন চমেকে মারামারি মামলা মুহিবুল হাসান চৌধুরী নওফেল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর