Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশনায় আরও ১ হাজার মানুষকে খাদ্য সহায়তা


১৪ জুলাই ২০২০ ২১:৪৭ | আপডেট: ১৪ জুলাই ২০২০ ২১:৫৩

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগ‌ঞ্জে এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিপন্ন ও অসহায় এসব পরিবারকে বস্ত্র ও পাটমন্ত্রীর নিজস্ব অর্থায়নে সহায়তা দেয়া হচ্ছে। দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তালিকা করে মন্ত্রী সবার ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন।

বস্ত্র ও পাটমন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক তদারকি করছেন গাজী গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। মঙ্গলবার (১৪ জুলাই) বি‌কে‌লে উপ‌জেলার চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়নের ৯টি ওয়া‌র্ডে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান বজলুর রহমান বজলু, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ম‌হিলালী‌গের সভাপ‌তি নাজমা বেগম, সাধারণ সম্পাদক তাছ‌লিমা আক্তার, যুবলীগ নেতা মোঃ ইব্রা‌হিম ও শ‌ফিকুল ইসলাম জা‌হিদ, স্বেচ্ছা‌সেবকলীগ নেতা আব‌ুবক্কর সি‌দ্দিক ও জ‌সিম গাজী, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বর্ণালী আক্তার ও প্রমুখ।

উল্লেখ্য, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপারের কার্যালয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জীবাণুমুক্ত রাখতে গোলাম দস্তগীর গাজী জীবাণুনাশক টানেল স্থাপন করে দিয়েছেন। গাজী গ্রুপের উদ্যোগে জেলার প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, সিভিল সার্জন কার্যালয়ে কোভিড-১৯ সুরক্ষা বুথ স্থাপন হয়েছে। যার মাধ্যমে দ্রুত নমুনা সংগ্রহ করা হচ্ছে।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) বস্ত্র ও পাটমন্ত্রী রুপগঞ্জে খাদ্য সহায়তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর