বগুড়ার শিবগঞ্জে নবজাতকের মৃত্যু, ক্লিনিকের ব্যবস্থাপক আটক
১৪ জুলাই ২০২০ ২১:১২ | আপডেট: ১৪ জুলাই ২০২০ ২১:১৩
শিবগঞ্জ (বগুড়া): চিকিৎসক-নার্স ছাড়া আয়ার মাধ্যমে সন্তান প্রসব করতে গিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার একতা ক্লিনিকে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। একতা ক্লিনিকের ম্যানেজার গোলাম রব্বানীকে আটক করেছে পুলিশ। প্রসূতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
শিবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, বগুড়া সদরের আশোকলা এলাকার নজরুল ইসলামের স্ত্রী কামরুন্নাহার শিবগঞ্জে তার বাবার বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার সকালে প্রসব বেদনা উঠলে একতা ক্লিনিকে ভর্তি করা হয়। তবে সেখানে কোন চিকিৎসক ও নার্স ছিলেন না। ক্লিনিক কর্তৃপক্ষ আয়া দিয়ে প্রসূতির সন্তান ভুমিষ্ঠ করান।
রোগীর পরিবার অভিযোগ করেছে, ভালো চিকিৎসক দিয়ে উন্নত ব্যবস্থায় প্রসূতির সেবা দেওয়ার কথা বলেছিলেন তারা। বাস্তবে সেখানে কিছুই ছিল না। আয়ার মাধ্যমে অদক্ষভাবে সন্তান প্রসব করানোর ফলে নবজাতক মারা যায়।
শিবগঞ্জ থানার ওসি বদিউজ্জজামান জানান, নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রসূতির পরিবার পুলিশকে জানিয়েছে তারা লিখিত অভিযোগ করবেন। লিখিত অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।