Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজাহান সিরাজের মৃত্যুতে ফখরুলের শোক


১৪ জুলাই ২০২০ ২০:৪৭ | আপডেট: ১৪ জুলাই ২০২০ ২৩:০৭

ঢাকা: সাবেক মন্ত্রী, দেশের খ্যাতিমান রাজনীতিবিদ শাহজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিয়ির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

শাহজাহান সিরাজ আর নেই

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্বাধীনতা সংগ্রামের অন্যতম কারিগর, স্বাধীনতার ইশতেহার পাঠক, দেশের বরেণ্য রাজনীতিবিদ শাহজাহান সিরাজের মৃত্যুতে আমি তার পরিবারের শোক ও বেদনার সাথে সম-অংশিদার। আমাদের জাতীয় সংগ্রামের একজন কীর্তিমান পুরুষ শাহজাহান সিরাজ। দেশের মুক্তি, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে এক সাহসী নেতার নাম শাহাজাহান সিরাজ। তার দীর্ঘ রাজনৈতিক জীবন কেটেছে স্বৈরশাহীর জুলুম-নির্যাতনের কষাঘাতে।’

তিনি বলেন, ‘একদলীয় দুঃশাসনের আগ্রাসী অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাকে বারবার কারা নির্যাতনের শিকার হতে হয়েছে। অগণতান্ত্রীক কর্তৃত্ববাদী অন্ধ অসহিষ্ণু সরকার তাকে হয়রানি করেছে বারবার। তবুও শাহজাহান সিরাজ গণঅধিকার আদায়ে তার কর্তব্যকর্ম থেকে পিছপা হননি। তিনি ছিলেন ধৈর্যশীল কিন্তু অন্যায় অপকর্মের প্রতিবাদে তেজস্বী বাগ্মি।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তার অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার মতো একজন অনন্য স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ এই মুহূর্তে পৃথিবী থেকে চলে যাওয়ায় দেশ এক অপূরণীয় ক্ষতির সম্মুখিন হলো।’

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা শাহজাহান সিরাজ মারা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।  শাহজাহান সিরাজের শারীরিক অবস্থা অনেকদিন থেকেই সংকটাপন্ন ছিল। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

মৃত্যু শাহজাহান সিরাজ শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর