টাঙ্গাইলের ফারুক হত্যা, জামিন হয়নি মোহাম্মদ আলীর
১৪ জুলাই ২০২০ ১৮:২৪ | আপডেট: ১৪ জুলাই ২০২০ ১৮:২৫
ঢাকা: আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে জামিন পাননি আসামি মোহাম্মদ আলী।
মঙ্গলবার (১৪ জুলাই) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হয়।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল মুনতাকিম, সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইসা। রাষ্ট্রপক্ষে ছিলেন ড. মো. বশির উল্লাহ।
পরে মো. বশির উল্লাহ বলেন, আদালত মোহাম্মদ আলীকে জামনি না দিয়ে নিয়মিত বেঞ্চে আবেদনটি উপস্থাপন করতে বলেছেন।
এ মামলার তদন্ত চলাকালে মোহাম্মদ আলীকে ২০১৪ সালের ২৪ আগস্ট গ্রেফতার করা হয়।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন।
এ মামলায় ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি তৎকালীন সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর একই বছরের ৬ সেপ্টেম্বর দণ্ডবিধির ৩০২/১২০/৩৪ ধারায় সংসদ সদস্য রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের মাধ্যমে বিচার শুরু করেন আদালত। পরে আমানুর রহমান খানা রানা ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান টাঙ্গাইলের বিচারিক আদালত। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।