Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে ৮ লাখ টাকা জরিমানা


১৪ জুলাই ২০২০ ১৭:৪৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পাহাড় কাটার অপরাধে একজনকে ৮ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (১৪ জুলাই) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এই আদেশ দিয়েছেন।

দণ্ডিত মো. নুরুল আজিম চট্টগ্রাম নগরীর লালখান বাজার হাইলেভেল রোডের বাসিন্দা খুইল্যা মিয়ার ছেলে।

গত ১২ জুলাই নগরীর দামপাড়া এলাকায় ম্যানোলা পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালায় পরিবেশ অধিদফতরের টিম। এ সময় হাতেনাতে নুরুল আজিমের কর্মচারী জহির উদ্দিনকে (২৩) আটক করা হয়। পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসি আটক জহিরকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। মূল অভিযুক্ত নুরুল আজিমকে পরিবেশ অধিদফতরের শুনানিতে হাজিরের সমন জারি করা হয়েছিল।

নূরুল্লাহ নূরী সারাবাংলাকে বলেন, ‘বিবাদী নুরুল আজিমের নির্দেশে আনুমানিক ৪ হাজার ঘনফুট পাহাড় কাটা হয়। বিবাদীর উপস্থিতিতে শুনানি শেষে পাহাড় কাটার ক্ষতিপূরণ বাবদ ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাত দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে হবে। এছাড়া পাহাড়ের কর্তিত অংশ আগের অবস্থায় ফেরত আনা এবং সেখানে পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া কোনো ধরনের স্থাপনা নির্মাণের কাজ শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে।

জরিমানা পর্বত পাহাড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর