Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশসহ ৭ দেশের জন্য তহবিল গড়ছে ব্রিটেনের ১৪ সংস্থা


১৪ জুলাই ২০২০ ১৭:১২ | আপডেট: ১৪ জুলাই ২০২০ ১৭:১৫

ঢাকা: করোনা প্রতিরোধে সাতটি দুর্বল রাষ্ট্র এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সহায়তার জন্য ব্রিটেনের স্বেচ্ছাসেবী ১৪টি সংস্থা তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এদিকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ব্রিটেন সরকার বলছে, ব্রিটিশ জনগণের এই স্বেচ্ছা অনুদান যাতে প্রকৃত ভুক্তভোগীদের মাঝে দ্বিগুণ প্রভাব ফেলতে পারে, সেজন্য দেশটির সরকার কাজ করবে। যে ৭টি দেশের জন্য ব্রিটিশ স্বেচ্ছা সংস্থাগুলো তহবিল সংগ্রহ করছে, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষায় বাংলাদেশকে এই তহবিলের অর্থ দেওয়া হবে। মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাজ্যের ঢাকা মিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বার্তায় বলা হয়, ব্রিটেনের স্বেচ্ছাসেবী সংস্থাগুলো বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। ব্রিটিশ সরকার দেশটির জনগণকে এই উদ্যোগে সাড়া দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে। পাশাপাশি তহবিলে সংগ্রহ হওয়া প্রথম ৫ মিলিয়ন পাউন্ডকে দ্বিগুণ করতে সহায়তা করবে দেশটির সরকার।

সংগৃহীত তহবিল সবার আগে যে ৭টি দুর্বল এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সহায়তার জন্য দেয়া হবে- সেগুলো হচ্ছে, ইয়েমেন, সিরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, কঙ্গো, আফগানিস্তান এবং বাংলাদেশ।

তহবিল সংগ্রহ করা ব্রিটেনের স্বেচ্ছাসেবী ১৪টি সংগঠনগুলো হলো- একশন এগেইনস্ট হাঙ্গার, একশন এইড ইউকে, এইজ ইন্টারন্যাশনাল, ব্রিটিশ রেড ক্রস, সিএএফওডি, কেয়ার ইন্টারন্যাশনাল ইউকে, ক্রিস্টিয়ান এইড, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ইউকে, ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইড, ওক্সফাম জিবি, প্লান ইন্টারন্যাশনাল ইউকে, সেইভ দ্য চিলড্রেন ইউকে, টিয়ারফান্ড অ্যান্ড ওয়ার্ল্ড ভিশন ইউকে।

এদিকে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী এনি মারিয়া ট্রিভিলিয়ান বলেন, ‘তহবিলের সংগ্রহ করা অর্থ দ্বিগুণ করতে সরকার সহায়তা করবে। এর অর্থ হচ্ছে, ব্রিটিশ জনগণ বাস্তুচ্যুত এবং দুর্বল দেশগুলোর জনগণের কল্যাণে উদারভাবে যে অনুদান দিচ্ছে, ব্রিটিশ সরকার এই অনুদানকে দ্বিগুণ করতে সহায়তা করবে।’

তহবিল ব্রিটিশ স্বেচ্ছাসেবী সংস্থা ব্রিটেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর