চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৪ জুলাই ২০২০ ১৬:২৫ | আপডেট: ১৪ জুলাই ২০২০ ১৬:২৬
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নুড়িতলা রেলগেটের কাছে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (৩০) যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) এই দুর্ঘটনা ঘটে।
নুড়িতলা রেলগেটম্যানের বরাত দিয়ে দর্শনা জিআরপির এসআই তবিবুর রহমান জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। বেলা ১১টার দিকে খবর পেয়ে লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে দর্শনা জিআরপি পুলিশ বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।