Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টি এখন অনেক সুসংহত এবং ঐক্যবদ্ধ: জি এম কাদের


১৪ জুলাই ২০২০ ১৫:৩৬

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, পল্লীবন্ধুর মৃত্যুতে অনেকেই আশংকা করেছিলো, এরশাদের শুন্যতায় জাতীয় পার্টি ভেঙে যাবে। জাতীয় পার্টি এখন অনেক সুসংহত এবং ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি জাতীয় পার্টির এগিয়ে চলা রোধ করতে পারবে না।

হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন এক মহান নেতা উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘একবছর আগে তার বিদায়ে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শুন্যতা সৃষ্টি হয়েছিলো। জাতীয় পার্টিকে ধ্বংস করতে অনেক ষড়যন্ত্র হয়েছিলো। কিন্তু জাতীয় পার্টির প্রতি মানুষের ভালোবাসায় জাতীয় পার্টি এখনো টিকে আছে।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) রংপুরের পল্লী নিবাসে হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত শেষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান কাদের বলেন, ‘এরশাদের রাজনীতির ছিলো দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত। আমরাও এরশাদের আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি এগিয়ে নেবো। এইচ এম এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে আমরা কাজ করবো। যেখানে থাকবে না বেকারত্ব, দুর্নীতি ও বৈষম্য। আমরা সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করবো।’

সারাদেশে রাস্তা, ঘাট, ব্রিজ-কালভার্ট করে হুসেইন মুহাম্মদ এরশাদ দেশকে আধুনিক বাংলাদেশে পরিণত করেছেন জানিয়ে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘স্বাস্থ্য ও শিক্ষায় অনন্য ভূমিকা রেখেছিলেন। দূরদর্শী এরশাদ বিকেএসপি প্রতিষ্ঠা করে দেশের ক্রীড়াঙ্গনে অসাধারণ অবদান রেখেছেন। এরশাদের হাতে প্রতিষ্ঠিত বিকেএসপি থেকে আজ সাকিব আল হাসানের মত বিশ্বমানের খেলোয়াড় পাচ্ছে বাংলাদেশ।’

বিজ্ঞাপন

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া, সোলায়মান আলম শেঠ, মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল, নাজমা আক্তারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন ।

জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বনানী কার্যালয়ে পল্লীবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

এরশাদ গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান জি এম কাদের পল্লীবন্ধু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর