Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাজফার্মায় ৭৬ রকমের অনুমোদনহীন ওষুধ, ২৯ লাখ টাকা জরিমানা


১৪ জুলাই ২০২০ ১১:৪৮ | আপডেট: ১৪ জুলাই ২০২০ ১১:৫৩

ঢাকা: অনুমোদনহীন ও ভেজাল ওষুধ রাখার দায়ে রাজধানীর কাকরাইলের লাজফার্মার একটি শাখায় অভিযান চালিয়ে ২৯ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব। এ সময় ৭৬ প্রকারের অনুমোদনহীন ও ভেজাল ওষুধ জব্দ করা হয়। প্রায় ৫ ঘণ্টা অভিযান চালানো হয় লাজফার্মার ওই শাখায়।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।

তিনি সারাবাংলাকে বলেন, ‘লাজফার্মায় ৭৬ ধরনের আমদানি নিষিদ্ধ ও অননুমোদিত ওষুধ পাওয়া গেছে। এছাড়া অনেক মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের অননুমোদিত ও আমদানি নিষিদ্ধ ওষুধ-ইনজেকশন প্রতিষ্ঠানটি মজুদ করেছিল।’


তিনি আরও বলেন, ‘আমরা সবগুলো জব্দ করেছি। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানের কাকরাইল শাখার ম্যানেজার রতন কুমার মণ্ডলসহ পাঁচজনকে পাঁচ লাখ টাকা করে ২৫ লাখ টাকা ও দু’জনকে দুই লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।’ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধের মেয়াদ মুছে টেম্পারিং করে পুনরায় বিক্রিরও অভিযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, একই অনিয়মের অভিযোগে ৯ জুলাই উত্তরার একটি শাখাকেও ১ লাখ টাকা জরিমানা করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অনুমোদনহীন অভিযান ভেজাল ওষুধ র‍্যাব লাজফার্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর