Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেকেজির মামলা হস্তান্তর, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সাবরিনাকে


১৪ জুলাই ২০২০ ১১:৩২ | আপডেট: ১৪ জুলাই ২০২০ ১১:৩৩

ঢাকা: জেকেজির বিরুদ্ধে দায়ের করা প্রতারণার মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। এ মামলায় সম্প্রতি গ্রেফতার হওয়া ডা. সাবরিনাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন তেঁজগাও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ।

তিনি জানান, মামলাটির অধিক তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে। তাই ডা. সাবরিনকে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এর আগে, জেকেজি হেলথকেয়ারের করোনা পরীক্ষা নিয়ে বিভিন্ন অনিয়ম-প্রতারণা নিয়ে একাধিক প্রতিবেদন ছাপা হয় সারাবাংলায়। ওই সময় “সরকারি চাকরি করেও ছিলেন বেসরকারি প্রতিষ্ঠান জেকেজি’র চেয়ারম্যান” শিরোনামে ডা. সাবরিনাকে নিয়েও সংবাদ প্রকাশিত হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জেকেজি হেলথকেয়ারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গ্রেফতার হন। তাতে জেকেজি হেলথকেয়ারের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি বেরিয়ে আসে। গত রোববার জিজ্ঞাসাবাদ শেষ গ্রেফতার করা হয় ডা. সাবরিনাকে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ও তাকে চাকরি থেকে বরখাস্ত করে।

আরও পড়ুন:
জেকেজির ভুয়া স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিতেন ডা. সাবরিনা
ডা. সাবরিনা বরখাস্ত
জিজ্ঞাসাবাদ শেষে ডা. সাবরিনা গ্রেফতার
সাহেদ-সাবরিনার ব্যাংক হিসাব জব্দ
‘দেশের প্রথম নারী কার্ডিয়াক সার্জন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’
সরকারি চাকরি করেও ছিলেন বেসরকারি প্রতিষ্ঠান জেকেজি’র চেয়ারম্যান
সরকারি খরচে বেসরকারি ‘প্রতারণা’ জেকেজি হেলথ কেয়ারের

বিজ্ঞাপন

গ্রেফতার জেকেজি টপ নিউজ মামলা হস্তান্তর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর