Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে ডা. সাবরিনা, রিমান্ড আবেদন পুলিশের


১৩ জুলাই ২০২০ ১২:০৬ | আপডেট: ১৩ জুলাই ২০২০ ১২:৩৪

ঢাকা: করোনাভাইরাস পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনুমতি বাতিল হওয়া জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে আদালতে হাজির করা হয়েছে। তাকে রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় সময় ডা. সাবরিনাকে ঢাকা মেট্রোপলিটন ম‌্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালতে নেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, সাবরিনার চার দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। কিছুক্ষণের মধ্যে তার শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত রোববার (১২ জুলাই) দুপুর ১টার দিকে ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয় তেজগাঁও পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) হারুনুর রশিদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি হারুন বলেন, ‘জেকেজি হেলথকেয়ারের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

ডা. সাবরিনা একজন সরকারি চিকিৎসক হয়েও নিজেকে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান পরিচয় দিতেন। অনুমতি না থাকলেও বাসায় গিয়ে নমুনা সংগ্রহ, সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করিয়েও টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে জেকেজি’র বিরুদ্ধে।

আরও পড়ুন
জেকেজির ভুয়া স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিতেন ডা. সাবরিনা
ডা. সাবরিনা বরখাস্ত
জিজ্ঞাসাবাদ শেষে ডা. সাবরিনা গ্রেফতার
সাহেদ-সাবরিনার ব্যাংক হিসাব জব্দ
‘দেশের প্রথম নারী কার্ডিয়াক সার্জন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’
সরকারি চাকরি করেও ছিলেন বেসরকারি প্রতিষ্ঠান জেকেজি’র চেয়ারম্যান
সরকারি খরচে বেসরকারি ‘প্রতারণা’ জেকেজি হেলথ কেয়ারের

করোনা পরীক্ষা করোনা মোকাবিলা করোনাভাইরাস জেকেজি’র চেয়ারম্যান নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর