অর্থনৈতিক কূটনীতিতে জোর দিন: রাষ্ট্রদূতদের প্রধানমন্ত্রী
২৬ নভেম্বর ২০১৭ ০৫:০৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ০৬:৪৭
বিশেষ সংবাদদাতা
ঢাকা: যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বের দেশে দেশে ভূমিকা পালন করে যেতে রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশে এই প্রথমবারের মতো আয়োজিত দূত সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের ৫৮টি দেশে নিযুক্ত বাংলাদেশের ৫৯ জন রাষ্ট্রদূত।
বক্তৃতায় শেখ হাসিনা বলেন, এই সম্মেলনের মূল উদ্দেশ্য দেশকে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পথে নিতে করণীয় সম্পর্কে জানা।
তিনি বলেন, গোটা বিশ্বেই এখন অর্থনৈতিক কূটনীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাই এ বিষয়ে জোর দিতে হবে।
কোন দেশ যত ছোট বা যত বড়ই হোক না কেন, সমমর্যাদাই সরকারের লক্ষ্য। বাংলাদেশকে এখন সবাইকে হিসেবে নেয়, সম্মানের চোখে দেখছে, বলেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের আয়োজনে তিন দিন চলবে এই দূত সম্মেলন।
১০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এমএমকে