Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বগুড়ায় শিশু, নোয়াখালীতে তরুণের মৃত্যু


১২ জুলাই ২০২০ ০৪:১৫

বগুড়া নোয়াখালী: বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় বগুড়ার ধুনটে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশায় রাজমিস্ত্রি এক তরুণের মৃত্যু হয়েছে। বগুড়ায় শনিবার (১১ জুলাই) সকালে ও নোয়াখালীতে বিকেলে এ দুইটি দুর্ঘটনা ঘটে।

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া শিশু শিক্ষার্থীর নাম আইরিন আক্তার (১০)। ধুনট উপজেলার নিমগাছী ধলিপাড়া গ্রামের আনিছুর রহমানের মেয়ে আইরিন নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

পরিবারের বরাত দিয়ে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, শনিবার সকাল ১১টার সময় শিক্ষার্থী আইরিন আক্তার মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য একটি মাল্টিপ্লাগে সংযোগ দিতে যায়। এসময় অসতর্ক থাকায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে পথেই মৃত্যু হয় তার।

এদিকে, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী তরুণের নাম মো. আলমগীর (২৫)। তিনি একই এলাকার জালাল আহমেদ হাফেজ বাড়ির আব্দুল মালেকের ছেলে। ইলেকট্রিক মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মো. আলমগীর বিকেলে আছিম মিজি বাড়ির আব্দুল হকের বিল্ডিংয়ের ইলেকট্রিক কাজ শেষে এলোমেলো যন্ত্রাংশ গোছাচ্ছিলেন। এসময় লিকেজ বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর