Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৭ মোটরসাইকেল ‘চোর’ গ্রেফতার


১১ জুলাই ২০২০ ১৮:৫৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। তাদের হেফাজত থেকে চারটি চুরি করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল থেকে শনিবার (১১ জুলাই) ভোর পর্যন্ত চট্টগ্রাম নগরী এবং মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

বিজ্ঞাপন

গ্রেফতার সাতজন হলো- মেহেদি হাসান হৃদয় (২২), সমীর কান্তি বণিক (২৮), মিজানুর রহমান সম্রাট (২৫), বেলায়েত হোসেন বাদশা (২২), অনিক দেবনাথ (২১), রেজাউল করিম বাচ্চু (৪৫) এবং মো. আসাদুজ্জামান (৩০)।

ওসি মহসীন সারাবাংলাকে জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জুবিলী রোড থেকে মেহেদী ও সমীরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের বাকি সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের গ্রেফতারে ওই দু’জনকে নিয়ে অভিযান শুরু করে পুলিশ। নগরীর আকবর শাহ থানার সলিমপুর এলাকা থেকে সম্রাট ও বাদশাকে গ্রেফতার করা হয়। বাকি তিনজনকে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

‘সাতজনই একই সংঘবদ্ধ চক্রের সদস্য। মেহেদী ও সমীরের কাছ থেকে মোটরসাইকেলের ঘাড় ভেঙে সেটিকে স্টার্ট দেওয়ার জন্য ব্যবহৃত মাস্টার কী পাওয়া গেছে। জোরারগঞ্জ থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তারা মূলত চোরাই মোটরসাইকেল গ্রামে নিয়ে বিক্রি করে। জাল কাগজপত্র এবং ভুয়া নম্বরপ্লেট দিয়ে তারা মানুষের সঙ্গে প্রতারণাও করে’, বলেন ওসি মহসীন।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘শুক্রবার ছুটির দিনে ফাঁকা নগরীতে মোটর সাইকেল চুরির পরিকল্পনা তারা নিয়েছিল। খবর পেয়ে আমরা তাদের ধরতে অভিযানে নামি। এর আগে কোতোয়ালী থানার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরির সময় ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়া কিছু ফুটেজ আমরা সংগ্রহ করেছি। সেখানে দেখেছি- লক করা একটি মোটর সাইকেলের ঘাড় ভেঙে মাস্টার কী দিয়ে স্টার্ট দিয়ে সেটি হাওয়া করে দিতে তাদের সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে। জোরারগঞ্জ থেকে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা চোরাই মোটরসাইকেল বিক্রি করে দেওয়ার পাশাপাশি মাদক বিক্রি, ডাকাতি-ছিনতাইয়েও জড়িত।’

বিজ্ঞাপন

গ্রেফতার বাদশার বিরুদ্ধে একটি, সম্রাটের বিরুদ্ধে ৪টি এবং অনিকের বিরুদ্ধে একটি মামলা আছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক কামরুজ্জামান।

চুরি পুলিশ মোটরসাইকেল

বিজ্ঞাপন

গ্যাস সংকট থাকতে পারে আরও ৪ দিন
৯ জানুয়ারি ২০২৫ ১৪:৪৯

আরো

সম্পর্কিত খবর