বন্যাকবলিত মানুষের পাশে নেই সরকার: রিজভী
১১ জুলাই ২০২০ ১৭:৩৭ | আপডেট: ১১ জুলাই ২০২০ ২১:২৭
ঢাকা: দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা কবলিত মানুষের পাশে সরকার নেই বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী।
শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ভিডিও কনফারেন্সে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সেখানে লাখ লাখ মানুষ পানিবন্দি। ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় সিলেট ও সুমানগঞ্জ জেলায় শত শত কিলোমিটার সড়ক বিপর্যস্ত হয়ে কয়েক’শ কোটি টাকার ক্ষতি হয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চাঁদপুর শহরও এখন বিপজ্জনক অবস্থায়।‘
তিনি বলেন, ‘ভারতের গজলডোবায় সবকটি গেট খুলে দেওয়ায় এবং বর্ষণ ও পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধায় হু হু করে বন্যার পানি ঢুকে বিস্তীর্ন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া উজানের পানিতে ফরিদপুরসহ দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এসব এলাকায় অসংখ্য মানুষ এখন পানিবন্দি।’
‘কিন্তু বন্যাকবলিত এলাকায় সরকার সম্পূর্ণরূপে নির্বিকার। বন্যাকবলিত মানুষের সাহায্যের জন্য সকারের কোনো তৎপরতা নেই। এমনিতেই করোনার অভিঘাতে বিপর্যস্ত দেশ তার ওপর ধেয়ে আসা বন্যার কবলে জনজীবন এখন চরম ভোগান্তির মধ্যে। অবিরাম বর্ষণে গরিব মানুষের ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় গৃহপালিত গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছে মানুষ। আমরা অবিলম্বে বন্যাদুর্গত এলাকায় মানুষকে বাঁচাতে দেশবাসীকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি’— বলেন রুহুল কবির রিজভী।