Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত


১১ জুলাই ২০২০ ১৬:২৮

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন উপজেলার প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম হোসেন (২৫)। শনিবার (১১ জুলাই) ভোররাতের এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত আকরাম হোসেন উত্তর মানিকপুর গ্রামের আবদুল গফুরের ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই লোকেন মহাজন, কনস্টেবল জিয়া ও কনস্টেবল এমরান।

বিজ্ঞাপন

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগের আলোচিত প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি পলাতক আকরাম হোসেনকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে পৌঁছালে আকরাম ও তার সহযোগিরা পুলিশের ওপর গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে আকরাম হোসেনের সহযোগিরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আকরাম হোসেনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, এ সময় এএসআই লোকেন মহাজন, কনস্টেবল জিয়া ও কনস্টেবল এমরান আহত হয়। আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ এখন নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

উল্লেখ্য, ৬ জুন উপজেলার এক প্রতিবন্ধী কিশোরীকে আকরাম হোসেনসহ দশ বখাটে ধর্ষণ করে। ১১ জুন রাতে কিশোরীর মা বাদী হয়ে ১০ জনকে আসামী করে সেনবাগ থানায় একটি মামলা করেন।

নোয়াখালীতে প্রতিবন্ধী ধর্ষণ বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর