রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
১১ জুলাই ২০২০ ১৫:৫২ | আপডেট: ১১ জুলাই ২০২০ ১৭:৩৯
ঢাকা: রাজধানীর বনানী সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন দুলাল (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা মোঃ রকিবুল ইসলাম জানান, তার চাচা সেতু ভবনের ১০ম তলায় একটি কনস্ট্রাকশন কোম্পানীর স্টোরকিপারের দায়িত্বে ছিলেন। আজ অফিসে যাওয়ার সময় ভবনের সামনে রাস্তা পার হতে গেলে কোন যানবাহন তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হয়। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রকিবুল জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদরে। তিনি উত্তরখান এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ এখন মর্গে আছে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।