যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা নিয়ে চীনের হুঁশিয়ারি উচ্চারণ
১১ জুলাই ২০২০ ১১:১৫ | আপডেট: ১১ জুলাই ২০২০ ১৪:১৪
চীনের চার শীর্ষ কর্মকর্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার ‘পাল্টা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন।
এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লি জিয়ান রাজধানী বেইজিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত চীনের অভ্যন্তরীন বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ।
পাশাপাশি, নতুন নিষেধাজ্ঞাকে দুই দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ‘অত্যন্ত ক্ষতিকারক’ বলে বেইজিংয়ের পক্ষ থেকে বর্ণনা করা হয়েছে।
চীনের ৪ শীর্ষ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের এ ‘ভুল’ সিদ্ধান্তের জবাবে মার্কিন কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই রকম ‘পাল্টা পদক্ষেপ’ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন লি জিয়ান।
এছাড়াও, যুক্তরাষ্ট্রকে এই ‘ভুল’ শুধরানোর আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঐ মুখপাত্র।
এর আগে, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটব্যুরোর সদস্য চেন কাংগুয়োসহ আরো তিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে, চীনের বাইরে বিশ্বে উইঘুর সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠন দ্য ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) অন্যান্য দেশগুলোকেও একই পথ অনুসরণের আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের একে অপরকে দোষাদোষী এবং হংকং নিয়ে এরই মধ্যে দুই দেশের মধ্যে তিক্ত হয়ে ওঠা সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে এ নিষেধাজ্ঞা।