নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে
১০ জুলাই ২০২০ ১৯:২৫
নারায়ণগঞ্জ: জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ১২০ জন।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
সিভিল সার্জন আরও জানান, এখন পর্যন্ত জেলায় আক্রান্ত পাঁচ হাজার ৫০২ জনের মধ্যে চার হাজার ৫২৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১২০ জন। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৫ জন।