রিজেন্ট হাসপাতালের প্রতারণা: সাহেদের সহযোগী শিবলী রিমান্ডে
১০ জুলাই ২০২০ ১৬:৩৭ | আপডেট: ১০ জুলাই ২০২০ ১৮:১৫
ঢাকা: রিজেন্ট হাসপাতালের অনিয়ম ও প্রতারণার ঘটনায় সাহেদের অন্যতম সহযোগী (জনসংযোগ কর্মকর্তা) তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ আদেশ দেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক আলমগীর গাজী আসামি তরিকুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের শুনানি নিয়ে বিচারক এ আদেশ দেন।
গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে অভিযান চালিয়ে তরিকুলকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেফতার করা হয়। আসামি সাহেদের অন্যতম সহযোগী ছিলেন তিনি। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এর আগে, গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে উত্তরা পশ্চিম থানায় হাসপাতালের মালিক শাহেদসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করে র্যাব। সোমবার (৬ জুলাই) রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসার নামে নানা ধরনের প্রতারণার প্রমাণ পাওয়া যায়।
র্যাবের অভিযানের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৭ জুলাই) রিজেন্ট হাসপাতালের দু’টি শাখাই বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদফতর। মার্চে হাসপাতালটি কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দিতে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে সমঝোতা চুক্তি করলেও হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিলে সে চুক্তিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
আরও পড়ুন-
রিজেন্ট হাসপাতালের ৭ জন রিমান্ডে
পরীক্ষা ছাড়াই করোনার রিপোর্ট দিত রিজেন্ট হাসপাতাল
রিজেন্টের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর
‘প্রতারণা করে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রিজেন্ট হাসপাতাল’
প্রতারণার শেষ নেই রিজেন্টের: রক্তের নমুনা নিয়ে ইসিজি পরীক্ষা!
কোভিড চিকিৎসা নিয়ে প্রতারণা: রিজেন্ট হাসপাতালে র্যাবের হানা
‘রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে মামলা হবে’
মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়েই রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসা!
‘অপরাধ ঢাকতে নতুন কৌশল নিয়েছিল রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ’
স্বাস্থ্য অধিদফতরের কাছে প্রায় ৩ কোটি টাকার বিল চেয়েছিল রিজেন্ট
সংগৃহীত নমুনা ফেলে রাখা হতো রিজেন্ট হাসপাতালের কর্মকর্তার কক্ষে
করোনা পরীক্ষায় প্রতারণা করোনায় চিকিৎসায় প্রতারণা তারিক শিবলী মো. সাহেদ রিজেন্ট রিজেন্ট হাসপাতাল সাহেদের সহযোগী