Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে নদী ভাঙন এলাকা পরিদর্শনে পাউবো কর্মকর্তারা


১০ জুলাই ২০২০ ১৭:৫৬

বরিশাল: জেলার হিজলার উপজেলার মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে বোর্ড কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকায় যান।

এসময় ভাঙনকবলিত পুরাতন হিজলা বন্দর, বাউশিয়া, বাহেরচর, উত্তর বাউশিয়া ও নদী ভাঙনের মুখে থাকা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. হারুন অর রশিদ।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে প্রকৌশলী হারুন অর রশিদ জানান, নদী ভাঙন থেকে হিজলা উপজেলা রক্ষা বাঁধের জন্য থোক বরাদ্দ থেকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হবে। এছাড়াও হিজলা উপজেলাকে ভাঙন থেকে রক্ষায় ৫০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, সোহেল তালুকদারসহ এলাকার গণ্যমান্যরা।

পানি উন্নয়ন বোর্ড ভাঙনকবলিত এলাকা মেঘনা নদী

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর