গ্রিন রোডের রাস্তায় গলায় দড়ি প্যাচানো নারীর লাশ
১০ জুলাই ২০২০ ১১:৪৮ | আপডেট: ১০ জুলাই ২০২০ ১২:০৮
ঢাকা: রাজধানীর কলাবাগানের গ্রিন রোড থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর গলায় দড়ি প্যাচানো ছিল। শরীরে ছিল আঘাতের চিহ্ন।
শুক্রবার (১০ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে খবর পেয়ে গ্রিন রোড পান্থপথ জামে মসজিদের পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
কলাবাগান থানার ওসি (তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান জানান, সকালে খবর পেয়ে গ্রিন রোডের পান্থপথ জামে মসজিদের পাশের রাস্তা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মধ্যবয়সী ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার গলায় রশি প্যাচানো ছিল। থুতনি ও গলাতেও আঘাতের চিহ্ন আছে।
ওসি আসাদুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে গেছে। তার পরিচয়সহ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।