জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
১০ জুলাই ২০২০ ১১:৩৭
জয়পুরহাট: জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন চন্দ্র মন্ডল (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে সদর উপজেলার পূর্ব পারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নয়ন চন্দ্র মন্ডল জয়পুরহাট সদর উপজেলার তুপাড়া গ্রামের অনীল চন্দ্র মন্ডলের ছেলে।
ওসি শাহরিয়ার খান জানান, নয়ন চন্দ্র পূর্ব পারুলিয়াতে বিপ্লব চন্দ্র নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের বৈদ্যুতিক সংযোগকৃত ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।