দুবাই-আবুধাবিতে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ
৯ জুলাই ২০২০ ২২:৩৬
ঢাকা: আগামী ১৩ ও ১৪ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই এবং আবুধাবিতে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার।
তিনি জানান, আগামী ১৩ জুলাই হতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে সপ্তাহে সোম, বৃহস্পতি ও শনিবার এবং ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে ১৪ জুলাই হতে সপ্তাহে মঙ্গল, বুধ ও শুক্রবার নিয়মিত ফ্লাইট চলবে।
তবে ভিজিট ভিসাধারীদের কোভিড-১৯ পরীক্ষা রিপোর্ট সাথে রাখতে হবে বলেও জানান তিনি।