Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মরার আগে মরব না, করোনা জয় করেই এগিয়ে যাব’


৯ জুলাই ২০২০ ১৯:২১ | আপডেট: ৯ জুলাই ২০২০ ১৯:২২

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি থাকলেও ভয় না পেয়ে এই ভাইরাসকে মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে সবাইকে আহ্বান জানিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে মাইকেল মধুসূদন দত্তের ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার অমর চরণ ‘জন্মিলে মরিতে হবে…’ উদ্ধৃত করে বলেছেন, মরণ অবধারিত। তবে মরার আগে মরলে চলবে না। করোনা নিয়েও যে ভয়, সে ভয়কে জয় করতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন, তথা বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন পরিচালিত হয়।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের কারণে ভীত না হওয়ার আহ্বান জানিয়ে সংসদ নেতা বলেন, করোনা শুনলেই মানুষের মৃত্যুভয় পেয়ে বসে। কিন্তু ভয়কে জয় করতে হবে। হ্যাঁ, মৃত্যু তো আছেই, মৃত্যু তো অবধারিত। তাই বলে ভয় পেলে চলবে না।

এসময় মাইকেল মধুসূধন দত্তের কবিতা থেকে উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “‘জন্মিলে মরিতে হবে/অমর কে কোথা কবে?/চিরস্থিরি কবে নীর হায়রে জীবন-নদে।’ এটা তো কবি বলে গেছেন। মৃত্যু অবধারিত। তাই বলে মরার আগে মরব না। মরণকে জয় করতে হবে। করোনা জয় করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।

প্রধানমন্ত্রী বলেন, আশা করি এই দুঃসময়টা থাকবে না। এখান থেকে সারাবিশ্ব মুক্তি পাবে। আমরাও মুক্তি পাব। দেশের জনগণকে আবারও বলব— সবাই স্বাস্থ্যবিধিটা যেন একটু মেনে চলেন। তাহলে করোনা থেকে মুক্তি পেতে পারব। আরেকটা বড় জিনিস, মানুষের ভেতর এমন একটা চিন্তা যে করোনা শুনলেই মৃত্যুভয় পেয়ে বসে। করোনার ভয়ে আতঙ্কিত হব কেন? হ্যাঁ, নিজের সুরক্ষার জন্য যা কিছু করণীয়, সেটা করতে হবে। মনে সাহস রাখতে হবে।

বিজ্ঞাপন

করোনায় আক্রান্তদেরও মনে সাহস রাখতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি যতদূর পারি, সবার সঙ্গে একটু কথা বলি। সাহস জোগাই। খোঁজ নেই, চিকিৎসা ঠিকমতো পাচ্ছে কি না। সেগুলো আমরা করছি। যারা করোনায় আক্রান্ত, আমরা চাই সবাই সুস্থ হয়ে আসুন। আমাদের সুস্থতার হার অনেক বেশি। অবশ্য যাদের অন্যান্য শারীরিক অসুবিধা আছে, তারা বেশি মৃত্যুবরণ করছেন। কিন্তু কারও মৃত্যুই কাম্য নয়।

সংসদ সদস্যদের উদ্দেশে সংসদ নেতা বলেন, একটা বিষয় ভালো হয়েছে— এই সংসদ অধিবেশনে যারা আসছেন, তাদের সবার করোনা পরীক্ষাটা করানো হয়েছে। এখন একটু আশ্বস্ত হয়ে চলতে পারবেন। তাছাড়া আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও সাবেক হুইপ করোনা জয় করে ফিরে এসেছেন। করোনা জয় করার জন্য মনে সাহস রাখতে হবে।

করোনা আতঙ্ক করোনাভাইরাস কোভিড-১৯ জাতীয় সংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী বক্তব্য সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর