Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চামড়া রফতানির প্রস্তাব বিরোধী দলের উপনেতা কাদেরের


৯ জুলাই ২০২০ ১৭:১৩ | আপডেট: ৯ জুলাই ২০২০ ২০:৩৭

ঢাকা: এ বছর কোরবানির ঈদে চামড়া যাতে সঠিক দামে বিক্রি করা যায় সেজন্য চামড়া রফতানির করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির উপনেতা জি এম কাদের। বৃহস্পতিবার (৯ জুলাই) সংসদ অধিবেশনের সমাপণী দিনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ দাবি জানান তিনি।

জি এম কাদের বলেন, ‘গতবছর আমরা দেখেছি চামড়ার কোনো দাম কেউ পায়নি। বিশেষ করে মসজিদ, এতিমখানাগুলো চামড়া বিক্রি করতে পারেনি। অনেকেই চামড়া ফেলে দিয়েছিল। এক ধরনের অসাধু চামড়া ব্যবসায়ী সিন্ডিকেট করে চামড়ার এই মূল্য কমিয়ে ছোট ছোট চামড়া বিক্রেতাদের জিম্মি করে থাকে। তাই রফতানির সুযোগ বা বাজার উম্মুক্ত রেখে দেশের মুনাফালোভী বড় বড় চামড়া ব্যবসায়ীরা মুক্তবাজার থেকে প্রতিযোগিতার মাধ্যমে যাতে চামড়া কেনে সে ব্যবস্থা করতে হবে।’

বিজ্ঞাপন

এসময় ঈদের আগে থেকে চামড়া বিষয়ে যথাযথ মূল্য নির্ধারণের দাবিও জানান তিনি।

এছাড়া সমাপণী বক্তব্যে জি এম কাদের বলেন, ‘দেশে প্রচুর নৌদুর্ঘটনা ঘটছে। কিন্তু আইনের ফাঁক দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে, ফলে দুর্ঘটনা কমছে না।’ এসময় তিনি দেশে নৌ দুর্ঘটনার চিত্র তুলে ধরে দুর্ঘটনার জন্য যারা দায়ি তাদের বিচারের জন্য বিশেষ তদন্ত কমিটি গঠন এবং দ্রুত বিচারের দাবি জানান।

কোরবানির ঈদ চামড়া চামড়া রফতানি বিরোধী দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর