Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উল্লাপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যের মৃত্যু


৯ জুলাই ২০২০ ১৬:১৯

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় পাঁচলিয়া হাটে গণ জমায়েতকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জিল্লুর রহমান (৪০) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল্লাহ নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান পাঁচলিয়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে। তিনি হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড যুবদলের সভাপতি।

বিজ্ঞাপন

পাঁচলিয়া হাটের ইজারাদার ওয়াজেদ আলী জানান, সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরাফাত রহমান বণিক সমিতির মিটিংয়ের নামে পাঁচলিয়া হাটে গণ জমায়েত করার চেষ্টা করছিল। বিষয়টি আমরা ইউএনওকে অবগত করলে তিনি পুলিশ পাঠিয়ে দেন। পুলিশের সামনেই আওয়ামী লীগের নেতাকর্মীরা মিটিং করার চেষ্টা করে। আমরা বাঁধা দিতে গেলে দু’পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে প্রতিপক্ষের মারপিটে আহত হন ইউপি সদস্য জিল্লুর রহমান। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আব্দুল্লাহ নামে আরও একজন আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরাফাত রহমান বলেন, ‘আমরা বণিক সমিতির সভা আহ্বান করার পর হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলমের গুণ্ডাবাহিনী বাধা দিলে কথা কাটাকাটি হয়। কোনো মারপিটের ঘটনা ঘটেনি। ওই ইউপি সদস্য আগে থেকেই অসুস্থ ছিলেন, তাই স্ট্রোক করে মারা গেছেন।’

বিজ্ঞাপন

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, দুইপক্ষের কথা কাটাকাটি হয়েছে। ময়নাতদন্তে ইউপি সদস্যের মৃত্যুর কারণ জানা যাবে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

ইউপি উল্লাপাড়া পাঁচলিয়া হাট সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর