Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী বাঁধ করা হবে’


৯ জুলাই ২০২০ ১৫:৪৮

ঢাকা: জলোচ্ছ্বাস, বন্যাকবলিত এলাকায় ক্ষতি এড়াতে স্থায়ী বাঁধ নির্মাণে পর্যায়ক্রমে প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম। বৃহস্পতিবার (৯ জুলাই) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার গোহালিয়া বাড়ী ইউনিয়নের বেলটিয়া ঘাট নদীভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

করোনা সংকটের মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পের কাজ অব্যাহত ছিলো জানিয়ে উপমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি বন্যাকবলিত সকল এলাকায় খোঁজ রাখছি এবং বন্যা পুর্বাভাস পেয়ে নির্বাহী প্রকৌশলীদের জরুরি ভিত্তিতে জিও ব্যাগ নিয়ে তৈরি থাকতে নির্দেশ দিয়েছি। পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী বাঁধ প্রকল্প নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা ভ্রমণ করেছি এবং দেখেছি সেখানে বিএনপির কেউ জনগণের পাশে নেই। যারা দুর্যোগে জনগণের পাশে থাকে না, তাদের মুখে সরকারের সমালোচনা মানায় না। জনকল্যাণের রাজনীতিই বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণশক্তি।’

টাঙ্গাইলে মোট ৬১০ কোটি টাকার প্রকল্প চলমান আছে। যেই ৩৭টি বাড়ি ভেঙেছে, এবছরেই সেখানে মাটি ভরাটের ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানান তিনি। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা ও ত্রাণসামগ্রী বিতরণ করেন উপমন্ত্রী শামীম।

এসময় টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাসান ইমাম খাঁন, জেলা প্রশাসক মো. আতাউল গনি, প্রধান প্রকৌশলী (কেন্দ্রীয় অঞ্চল) আব্দুল মতিন সরকার, প্রধান প্রকৌশলী (ড্রেজার) মো. আজিজুল হক, নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উপমন্ত্রী জলোচ্ছ্বাস পানিসম্পদ বন্যাকবলিত স্থায়ী বাঁধ

বিজ্ঞাপন

প্লেব্যাক করলেন মোশাররফ করিম
২২ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

আরো

সম্পর্কিত খবর