Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে গাড়িচাপায় রিকশাচালকের মৃত্যু


৯ জুলাই ২০২০ ১২:৫৭

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি মোড়ে গাড়িচাপায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালকের নাম মোকসেদুল ইসলাম (২৫)। সে নীলফামারী জেলার ডিমলা উপজেলার দক্ষিণ ধুনাগাছা গ্রামের মুসা মাহমুদের ছেলে। মোকসেদুল পূর্ব নাখালপাড়া লেচু বাগান এলাকায় থাকতো। তার স্ত্রী তিন মেয়েকে নিয়ে গ্রামে থাকেন।

নিহতের বড় বোন ফাহিদা আক্তার বলেন, ‘বুধবার বিকেলে রিকশা চালাতে বের হয়েছিল মোকসেদুল। বৃহস্পতিবার সকালে বাসায় ফেরার কথা। ভোরে পুলিশের মাধ্যমে খবর পাই বিজয় সরণি মোড়ে কোনো এক গাড়ির চাপায় সে মারা গেছে। পরে ঢাকা মেডিকেলে গিয়ে তার মৃতদেহ দেখতে পাই।’

তেজগাঁও থানার উপ-পরিদশর্ক (এসআই) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে রিকশা চালিয়ে বিজয় সরণি মোড় দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা কোনো যানবাহনের চাপায় গুরুতর আহত হয় মোকসেদুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, স্থানীয় অনেকেই বলেছে বালুর ট্রাক মোকসেদুলকে চাপা দিয়েছে। তবে গাড়ির নম্বর কেউ বা নাম কেউ বলতে পারেনি। মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গাড়িচাপা মৃত্যু রিকশাচালক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর