Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ৩ কোটি কিডনি রোগী 


৭ মার্চ ২০১৮ ১৬:১৬ | আপডেট: ৭ মার্চ ২০১৮ ১৬:৩২

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে প্রায় ৩ কোটি কিডনি রোগী রয়েছে এবং পুরুষের তুলনায় নারীরা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে, বলে জানিয়েছে কিডনি ফাউন্ডেশন।

৮ মার্চ বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরে কিডনি ফাউন্ডেশনসহ কয়েকটি সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, দেশে কিডনি রোগীর সঠিক সংখ্যা সম্পর্কে প্রকৃত তথ্য নেই। তবে অন্তত ২০ শতাংশ মানুষ কিডনি রোগে আক্রান্ত। সে হিসেবে এই সংখ্যা প্রায় ৩ কোটি। তারা বলেন, দেশে কিডনি ট্রান্সপ্লান্ট রোগীর সংখ্যা এক হাজার ছয় শ। এর মধ্যে দেশে ট্রান্সপ্লান্ট হয়েছে মাত্র ১ হাজারের বেশি।

‘সুস্থ্য কিডনি সবল নারী’ প্রতিপাদ্যে ৮ মার্চ বৃহস্পতিবার এবার কিডনি দিবস পালিত হবে। কিডনি ফাউন্ডেশন, বাংলাদেশ রোনাল অ্যাসোসিয়েশন ও ক্যাম্পাস নামের তিনটি সংগঠন যৌথভাবে দিবসটি উদযাপনে নানা কর্মসূচি ঘোষণা করেছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, শতকরা ১৪ জন নারী ও ১২ জন পুরুষ দীর্ঘমেয়াদে কিডনি রোগে আক্রান্ত হয়। বাংলাদেশের মানুষ কিডনি রোগ সম্পর্কে তেমন সচেতন নয়। এমন পরিস্থিতিতে দেশের মানুষকে সচেতন করে তুলতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বৃহস্পতিবার ‘বিশ্ব কিডনি দিবস-২০১৮’ পালনে নানা আয়োজন করেছে।

তারা আরও জানান, দিবসটি উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। র‍্যালিটি রাজধানীর আইডিইবি ভবন থেকে শুরু হয়ে মৎস ভবন ঘুরে পুনরায় আইডিইবি ভবনে এসে শেষ হবে। এ ছাড়া কাকরাইলের আইডিইবি মিলনায়তনে এক আলোচনা সভা করা হবে। এতে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

দিবসটির এবারের স্লোগান-‘নারীর শিক্ষায় নারীর শক্তি, নারীর ক্ষমতায়নে সামাজিক মুক্তি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ রোনাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মুহাম্মদ রফিকুল আলম, সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের কিডনী বিভাগের প্রধান ডা. এম নিজাম উদ্দিন চৌধুরী, প্রফেসর মহিবুর রহমান ও ক্যাম্পাসের এম এ সামাদ।

সারাবাংলা/ইএইচটি/আইএ/এমআই

কিডনি দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর