Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সদরঘাটে লঞ্চডুবি: লঞ্চের মালিক মোসাদ্দেক গ্রেফতার


৯ জুলাই ২০২০ ০৯:৪৫ | আপডেট: ৯ জুলাই ২০২০ ১৩:১৮

ঢাকা: রাজধানীর সদরঘাট শ্যামবাজারে বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় দায়ের মামলার প্রধান আসামি ময়ুর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে গ্রেফতার করেছে নৌপুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে রাজধানীর সোবহানবাগ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লঞ্চডুবিতে মৃতদের অধিকাংশ মুন্সিগঞ্জের, ১৬ পরিবারকে ক্ষতিপূরণ

নৌ পুলিশের সদরঘাট থানার ওসি রেজাউল করিম ভুইয়া সারাবাংলাকে তার গ্রেফতারের খবর নিশ্চিত করেন।

রেজাউল করিম ভুইয়া বলেন, ‘আজ ভোরে গোপনীয় সংবাদের ভিত্তিতে লঞ্চের মালিক মোসাদ্দেক মোয়াদকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে থানায় হস্তান্তর করা হবে।’

এর আগে গত ২৯ জুন সোমবার সকালে ঢাকা থেকে চাঁদপুরের পথে ছেড়ে যায় ময়ূর-২ লঞ্চ। মর্নিং বার্ড লঞ্চটি মুন্সীগঞ্জ ঘাট থেকে ঢাকায় আসছিল। শ্যামবাজারে ময়ূর-২ লঞ্চটি মর্নিং বার্ডকে ধাক্কা দিলে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি ডুবে যাওয়ার সময় সাঁতরে কয়েকজন তীরে এসে পৌঁছান। কিন্তু অধিকাংশ যাত্রী লঞ্চের মধ্যে আটকা পড়ায় তারা বের হতে পারেননি। পরে লঞ্চ থেকে  ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন-

বুড়িগঙ্গায় লঞ্চডুবি, মরদেহের সংখ্যা বেড়ে ৩২

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: নৌপরিবহনের তদন্ত কমিটি

পোস্তগোলা ব্রিজে আটকা পড়েছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ

লঞ্চ ডুবি সদরঘাট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর