রিজেন্ট কিভাবে বিশেষায়িত হাসপাতাল হলো—জিজ্ঞাসা মন্ত্রণালয়ের
৯ জুলাই ২০২০ ০৮:৩৯ | আপডেট: ৯ জুলাই ২০২০ ১২:৪৬
ঢাকা: লাইসেন্সের মেয়াদ নবায়ন ছাড়া কিভাবে নভেল করোনাভাইরাস বা (কোভিড-১৯)-এর জন্য বিশেষায়িত হাসপাতালের সনদ পেয়েছে তার ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সঙ্গে রিজেন্ট হাসপাতালের সব ধরনের কার্যক্রম বাতিল ও সিলগালাকরণের নির্দেশনাও দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
সাহেদ ও তার পরিবারের ব্যাংক হিসাব খতিয়ে দেখবে কেন্দ্রীয় ব্যাংক
গত ৭ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব উন্মে হাবিবা স্বাক্ষরিত চিঠিতে এক নির্দেশনায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে চালানো র্যাবের অভিযান ও আজ বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হাসপাতালটির নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
এমতাবস্থায় রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে নিম্মোক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:
১. জরুরিভিত্তিতে রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের সমঝোতা চুক্তি বাতিল।
২. লাইসেন্সের মেয়াদ নবায়ন ব্যতীত কিভাবে কোভিড বিশেষায়িত হাসপাতালের সনদ পেয়েছে তার যথাযথ ব্যাখ্যা।
৩. সমঝোতা চুক্তির শর্ত ভেঙে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট দেওয়ার বিষয়ে তদন্ত করে দ্রুত মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল
৪. অবিলম্বে হাসপাতালটির সকল কার্যক্রম বাতিল ও সিলগালা করার জন্যও বলা হয়েছে।
আরও পড়ুন- রিজেন্ট হাসপাতালের ৭ জন রিমান্ডে
পরীক্ষা ছাড়াই করোনার রিপোর্ট দিত রিজেন্ট হাসপাতাল
রিজেন্টের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর
‘প্রতারণা করে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রিজেন্ট হাসপাতাল’
প্রতারণার শেষ নেই রিজেন্টের: রক্তের নমুনা নিয়ে ইসিজি পরীক্ষা!
কোভিড চিকিৎসা নিয়ে প্রতারণা: রিজেন্ট হাসপাতালে র্যাবের হানা
‘রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে মামলা হবে’
মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়েই রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসা!
‘অপরাধ ঢাকতে নতুন কৌশল নিয়েছিল রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ’
স্বাস্থ্য অধিদফতরের কাছে প্রায় ৩ কোটি টাকার বিল চেয়েছিল রিজেন্ট
সংগৃহীত নমুনা ফেলে রাখা হতো রিজেন্ট হাসপাতালের কর্মকর্তার কক্ষে