মুন্সীগঞ্জে গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ১
৯ জুলাই ২০২০ ০১:৩৬ | আপডেট: ৯ জুলাই ২০২০ ০১:৩৯
ঢাকা: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করার অভিযোগে লোকমান হোসেন (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লোকমান উপজেলার দক্ষিণ কামারগাঁও গ্রামের আমির আলি চোকদারের পুত্র।
বুধবার (৮ জুলাই) বিকালে মাওয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লোকমানের প্রতিবেশী ভোক্তভোগী ওই নারীর স্বামী প্রবাসে থাকার সুযোগে তার সাথে সম্পর্ক গড়ে তুলো প্রতিবেশী লম্পট লোকমান। সম্পর্কের একপর্যায় তাকে ধর্ষণ করে তার ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে রাখে। ধারণকৃত এসব ভিডিও ও স্থিরচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নানা ফয়দা হাসিলের চেষ্টা করে সে।
এ নিয়ে মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী শ্রীনগর থানা পুলিশকে মৌখিক ভাবে অভিযোগ করলে বুধবার বিকালে মাওয়া এলাকা থেকে ধর্ষক লোকমানকে গ্রেফতার করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার মোবাইল জব্দ করা হয়েছে। কিছু স্থিরচিত্র আমাদের হাতে এসেছে। লোকমানের বিরোদ্ধে ধর্ষণ ও পর্নগ্রাফি আইনে মামলা প্রক্রিয়াধীন।’