Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্যেষ্ঠ সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর নেই


৮ জুলাই ২০২০ ২২:৫৪ | আপডেট: ৯ জুলাই ২০২০ ০৮:৪২

ঢাকা: জ্যেষ্ঠ সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার রাত ৯টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বরেণ্য এই সাংবাদিক দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কিছুদিন আগে বিআরবি হাসপাতালে তিনি ভর্তি হন।

মরহুমের মরদেহ রাতেই বগুড়ায় গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তাকে ভাই পাগলা মাজারে দাফন করা হবে।

২০১৯ সালের এপ্রিলে রাশীদ উন নবী বাবুর অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়ে। পরে তিনি ভারতের ভোলোরের ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতাল (সিএমসি) এবং মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেন।

দীর্ঘ ৪৫ বছর সাংবাদিকতা করেছেন রাশীদ উন নবী বাবু। তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন।

সিনিয়র এই সাংবাদিক দৈনিক আমার দেশ, দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্ণিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিন-এ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

বাবু সাংবাদিক রাশীদ উন নবী সিনিয়র সাংবাদিক বাবু

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর