Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বল্প পরিসরে হলেও কোর্ট খুলে দেওয়ার দাবি জয়নুলের


৮ জুলাই ২০২০ ১৫:০২

ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে কোর্ট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বুধবার (৮ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তৃতীয় তলায় তার চেম্বারের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘ভার্চ্যুয়াল আদালত কোনো স্থায়ী ব্যবস্থা হতে পারে না। এটা সাময়িক হতে পারে। সাধারণ বিচারপ্রার্থী ও আইনজীবীরা দীর্ঘ দিন ধরে কষ্টে আছেন। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় আদালত খুলে দেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, সকল বিচারপতিদের মোশন ক্ষমতা দিয়ে সপ্তাহে অন্ততপক্ষে তিন দিন নির্দিষ্ট করে আদালত চালানোর ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে দাবি জানান।

এ লক্ষ্যে কোর্টরুমে কিভাবে আইনজীবীরা বসবেন, কোথায়, কিভাবে শুনানি করবেন সে বিষয়ে আইনজীবী সমিতি ও সুপ্রিম কোর্ট প্রশাসন মিলে সিদ্ধান্ত নিতে প্রধান বিচারপতিকে নিদর্শনা দিতে আহবান জানান বিএনপির এ নেতা।

নিয়মিত আদালত না খুললে অনেক আইনজীবী পেশা ছেড়ে দেবে, এমনটিও উল্লেখ করেন তিনি।

আইনজীবী করোনা স্বাস্থবিধি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর