১৪ দলের নতুন সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু
৮ জুলাই ২০২০ ১২:১৪ | আপডেট: ৮ জুলাই ২০২০ ২৩:৫৩
ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ আমির হোসেন আমু আমুকে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র নির্বাচিত করা হয়েছে। এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সদ্যপ্রয়াত মোহাম্মদ নাসিম ছিলেন এই দায়িত্বে।
বুধবার (৮ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘১৪ দলের নেতাদের সম্মতিক্রমে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রবীণ রাজনীতিবিদ, দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুকে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। আমির হোসেন আমু তার দীর্ঘ রাজনৈতিক জীবনের দক্ষতা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।’