কদমতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু
৭ জুলাই ২০২০ ২২:৪১ | আপডেট: ৮ জুলাই ২০২০ ০৩:৫০
ঢাকা: রাজধানীর কদমতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাকিব ওরফে সজল (২০) নামে এক তরুণ মারা গেছেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন পেশায় মোটর মেকানিক এই তরুণ। মোটরসাইকেলে একজন আরোহী থাকলেও তিনি আহতও হননি।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সজলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া জানান, রাতে মোটরসাইকেল নিয়ে কদমতলী দক্ষিণ কুতুবখালি দেশ বাংলা হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই তরুণ। জানতে পেরেছি, ওই এলাকায় তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। এসময় গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
বাচ্চু মিয়া জানান, মোটরসাইকেলে আরেকজন আরোহী থাকলেও তিনি হতাহত হননি। আর সজলের মরদেহ মর্গে রাখা হয়েছে।
রাত পৌনে ১০টার দিকে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।