ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনা আক্রান্ত
৭ জুলাই ২০২০ ২২:০০
নভেল করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে বহু বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসা ব্রাজিলের উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারো বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। খবর দ্য ওয়াশিংটন পোস্ট।
মঙ্গলবার (৭ জুলাই) প্রেসিডেন্ট নিজেই সংবাদ মাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।
এদিকে, ওয়াশংটন পোস্ট জানাচ্ছে, সোমবার (৬ জুলাই) বিভিন্ন উপসর্গের সঙ্গে তীব্র জ্বর অনুভব করায়, প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করানো হয়। মঙ্গলবার (৭ জুলাই) তিনি কোভিড-১৯ ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, হন্ডুরাসের প্রেসিডেন্টের পর তৃতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে করোনা আক্রান্ত হলেন জাইর বলসোনারো।