Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকন ফার্মার ফ্যাভিপিরা: ক্লিনিক্যাল ট্রায়ালের ফল ঘোষণা কাল


৭ জুলাই ২০২০ ২০:৫৫ | আপডেট: ৮ জুলাই ২০২০ ০১:১৫

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) চিকিৎসায় দেশে বিকন ফার্মাসিউটিক্যালসের তৈরি জাপানি ওষুধ ফ্যাভিপিরা’র ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে। আগামীকাল বুধবার (৮ জুলাই) এক সেমিনারে সেই ট্রায়ালের তথ্য তুলে ধরবে ট্রায়াল পরিচালনাকারী সংগঠন সোসাইটি অব মেডিসিন।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় বিকন ফার্মাসিউটিক্যালসের হেড অব পোর্টফোলিও মাসুদ বিল্লাহ সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

মাসুদ বিল্লাহ বলেন, মে মাসের প্রথম সপ্তাহ থেকে ২০ জুন পর্যন্ত আমাদের ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। এরপর ট্রায়ালের রেজাল্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন সংশ্লিষ্টরা। সেই ট্রায়ালের ফল আগামীকাল (বুধবার) সেমিনারের মাধ্যমে ঘোষণা করা হবে।

আরও পড়ুন- করোনার ওষুধ ফ্যাভিপিরা: সুখবর আসতে পারে ২ সপ্তাহ পর

ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট কী হতে পারে বলে আশা করছেন— এমন প্রশ্নের জবাবে মাসুদ বিল্লাহ বলেন, সোসাইটি অব মেডিসিন আমাদের এই ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল করেছে। ওষুধ উৎপাদনকারী হিসেবে আমরা বলতে পারি, আমাদের ওষুধটি মানসম্মত। সেদিক থেকে আমরা অবশ্যই ইতিবাচক ফল আশা করছি। তবে ট্রায়ালটি পরিচালনা করেছে সোসাইটি অব মেডিসিন। ট্রায়ালের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো আসলে তারাই বলতে পারবেন। আগামীকাল সেটাই বলবেন তারা।

বিকন ফার্মা জানিয়েছে, আগামীকাল বুধবার ওয়েস্টিন হোটেলের বল রুমে দুপুর আড়াইটায় সেমিনারটি অনুষ্ঠিত হবে। সেমিনারে ক্লিনিক্যাল ট্রায়ালের ফল তুলে ধরবেন সোসাইটি অব মেডিসিনের প্রেসিডেন্ট ডা. বিল্লাল আলম। সেমিনারে বক্তা হিসেবে আরও উপস্থিত থাকবেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. আহমেদুল কবীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম আব্দুর রহমান ও বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

বিজ্ঞাপন

বিকন ফার্মাসিউটিক্যালস উৎপাদিত ফ্যাভিপিরার জেনেরিক নাম ফ্যাভিপিরাভির। জাপানে ওষুধটি অ্যাভিগান হিসেবে পরিচিত। ফ্লু’র ওষুধ অ্যাভিগান প্রথম করোনা চিকিৎসায় ব্যবহার করে চীন। তারা জানায়, ওষুধটি করোনার চিকিৎসায় বেশ কার্যকর। এরপর করোনার চিকিৎসায় অ্যাভিগানের ব্যবহার নিয়ে কাজ করতে শুরু করে জাপান। বেশকিছু দেশ জাপানের কাছ থেকে অ্যাভিগান কিনতে শুরু করে। বাংলাদেশে বিকন ফার্মার পাশাপাশি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসও ওষুধটি উৎপাদনের অনুমতি পায়।

আরও পড়ুন-

করোনা সারায় জাপানের ফ্যাভিপিরাভির, দাবি চীনের

করোনা চিকিৎসায় জাপানের ‘অ্যাভিগান’ কিনছে জার্মানি

করোনা চিকিৎসায় বিনামূল্যে ‘অ্যাভিগান’ দিতে চায় জাপান!

করোনার ওষুধ অ্যাভিগানের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু যুক্তরাষ্ট্রে

কোভিড-১৯ চিকিৎসায় অনুমোদন পাচ্ছে জাপানের ‘অ্যাভিগান’

জরুরি বিমান পাঠিয়ে বাংলাদেশ থেকে করোনার ওষুধ নিলো নাইজেরিয়া

অ্যাভিগান ক্লিনিক্যাল ট্রায়াল ক্লিনিক্যাল ট্রায়ালের ফল টপ নিউজ ফ্যাভিপিরা ফ্যাভিপিরাভির বিকন ফার্মাসিউটিক্যালস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর