শীতলক্ষ্যায় পণ্যবাহী জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবে চালকের মৃত্যু
৭ জুলাই ২০২০ ১৯:৫১ | আপডেট: ৭ জুলাই ২০২০ ২০:১৭
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বন্দর ঘাট এলাকায় পণ্যবাহী একটি জাহাজের ধাক্কায় একটি বাল্কহেড ডুবে গেছে। এ দুর্ঘটনায় বাল্কহেডটির চালকের মরদেহ উদ্ধার করেছেন অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) ডুবুরিরা।
মঙ্গলবার (৭ জুলাই) আল কুদ্দুস নামে একটি পাথরবাহী বাল্কহেডকে সিটি গ্রুপের একটি পণ্যবাহী জাহাজ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, সিটি গ্রুপের একটি জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে একটি বাল্কহেড ডুবে যায়। এতে বাল্কহেডের ভেতরে থাকা মাস্টার নিখোঁজ ছিলেন। পরে তাকে বিআইডব্লিউটিএ’র ডুবুরিদল তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চালকের মৃত্যু চালকের লাশ উদ্ধার পণ্যবাহীূ জাহাজের ধাক্কা বাল্কেহেড