Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট বসাতে ফের নিষেধাজ্ঞা আদালতের


৭ জুলাই ২০২০ ১৮:৫২ | আপডেট: ৭ জুলাই ২০২০ ১৯:৫৫

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠের জমিতে গরু-ছাগল, তথা পশুর হাটে বসানোর ওপর ফের নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা জজ আদালত। নিষেধাজ্ঞা অনুযায়ী আগামী ১৩ জুলাই পর্যন্ত ওই জমিতে গরু-ছাগলের হাট বসানো যাবে না।

স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে আদালত এ নিষেধাজ্ঞঅ দেন। পরে ওই জমিতে জেলা জজ আদালতের সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

এলাকাবাসী জানায়, ৭০ বছর ধরে বিদ্যালয় মাঠের প্রায় ৩ দশমিক ২ একর জমিতে গরুর হাট বসিয়ে গরু-ছাগল বেচাকেনার সুযোগ করে দিয়ে আসছিল আশুলিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে স্কুল কর্তৃপক্ষ নানা অসুবিধার কারণে হাট বসানোর বিষয়ে আপত্তি জানালেও কিছুদিন আগে বিদ্যালয় কর্তৃপক্ষের তোয়াক্কা না করে উপজেলা প্রশাসন থেকে গরুর হাটটি ইজারা নেন আশুলিয়া ইউনিয়ন এলাকার জসিম উদ্দিন মোল্ল্যা পিন্টু।

বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ জেলা জজ আদালতে অভিযোগ করে। পরে জেলা জজ আদালত অভিযোগ আমলে নিয়ে বিদ্যালয়ের নিজস্ব জমিতে অবৈধভাবে গরুর হাট বসানোয় নিষেধাজ্ঞা জারি করেন।

এদিকে, দুপুরে গরুর হাটটি পরিদর্শন করেছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। এলাকাবাসী জানান, পিন্টু মোল্ল্যা স্কুলের জমিতে অবৈধভাবে গরুর হাট ইজারা নিয়েছিলেন। গরুর হাটটি জেলা জজ আদালত বন্ধ করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

এর আগে আরও একবার ওই জমিতে গরুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন উচ্চ আদালত।

গরুর হাটের প্রতীকি ছবি

আদালতের নিষেধাজ্ঞা গরু-ছাগলের হাট পশুর হাট স্কুলের জমিতে পশুর হাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর