Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দল নিবন্ধনের নতুন আইন: মতামতের সময় বাড়াতে ইসিতে আ.লীগের চিঠি


৭ জুলাই ২০২০ ১৬:৪০ | আপডেট: ৭ জুলাই ২০২০ ১৯:২১

ঢাকা: রাজনৈতিক দলগুলোর নতুন নিবন্ধন আইন-২০২০’র বিষয়ে মতামত দিতে দেশের এই মহামারি পরিস্থিতি বিবেচনায় এক মাস সময় বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অনুরোধ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন-২০২০’র বিষয়ে মতামত প্রসঙ্গে নির্বাচন কমিশনের পত্র নম্বর- ১৭.০০.০০০.০২৫.২২.০৮৭.২০-২১০ তারিখ ১৬ জুন। উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যে সকল আইন রয়েছে তার মৌলিক বিধানাবলী অক্ষুন্ন রেখে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষায় প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন সম্পর্কিত গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২’র বিধান আইনে না রেখে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন ২০২০ নামে আলাদা আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশন থেকে উক্ত আইনের ওপর মতামত দেওয়ার জন্য রাজনৈতিক দলসমূহকে ১৫ দিনের সময় দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, এই আইনের ওপর মতামতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় মতামতের বিষয়টি চূড়ান্ত করতে দলের অভ্যন্তরে একাধিক ফোরামে এই বিষয়ে আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। তাছাড়া দেশের এই প্যানডেমিক পরিস্থিতি বিবেচনায় এই ধরনের একটি মৌলিক আইনের খসড়ার ওপর মতামত প্রদানের জন্য স্টকহোল্ডারদের মাত্র ১৫ দিনের সময় দেওয়া হয়েছে, যা একেবারে অপ্রতুল। আমরা মনে করি, এই খসড়ার ওপর মতামত প্রদানের সময়সীমা আরও একমাস বাড়ানো প্রয়োজন। এমতাবস্থায় উল্লিখিত আইনের বাংলাদেশ আওয়ামী লীগের মতামত প্রদানের জন্য আরও একমাস সময় বর্ধিত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

বিজ্ঞাপন

এ বিষয়ে দলের উপ-দফতর সম্পাদক সায়েম খান সারাবাংলাকে বলেন, আমাদের দলের পক্ষে চিঠিটি ই-মেইলে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এছাড়া আমাদের প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করেছন। যেহেতু রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের ওপর মতামতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য আমাদের দলের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। প্যানডামিক পরিস্থিতি ভালো হলে আমাদের দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গিয়ে এ বিষয়ে মতামত দেবে। এর জন্য এক মাস সময় বাড়ানোর আবেদন জানানো হয়েছে।

আওয়ামী লীগ নতুন আইন রাজনৈতিক দল নিবন্ধন সময়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর