Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার নমুনা পরীক্ষা নিয়ন্ত্রণ করা হচ্ছে: রিজভী


৭ জুলাই ২০২০ ১৬:১৬ | আপডেট: ৭ জুলাই ২০২০ ১৮:১২

ফাইল ফটো

ঢাকা: সংক্রমণ কম দেখানোর জন্য করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ভিডিও কনফারেন্সে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘এখন করোনার নমুনা পরীক্ষাও নিয়ন্ত্রণ করা হচ্ছে। করোনার এই উচ্চ সংক্রমণের সময়ও কেন করোনা পরীক্ষা কমে গেল, তার কি কোনো উত্তর দিতে পারবে বর্তমান সরকার?’

তিনি বলেন, ‘কয়েকদিন আগেও ১৫-১৬ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছিল। এখন তা ১১-১২ হাজারে নেমে এসেছে। অর্থাৎ প্রায় ৪-৫ হাজার কমে গেছে। সংক্রমণ কম—এটি জনগণকে দেখানোর জন্যই করোনার নমুনা পরীক্ষা নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের মনস্তত্বে সততা, মর্যাদা, যোগ্যতা, সহানুভূতী, প্রাসংঙ্গিক অভিজ্ঞতা ও পরিকল্পনার সক্ষমতা নেই। নিজেদের সর্ম্পকে উচ্চকিত ধারণা, চরম মিথ্যাচার, অনুশোচনাহীনতা, অগভীরতা, বিনা নির্বাচনে প্যারাসাইটের মতো ক্ষমতা আঁকড়ে রাখা, কাজের দায়িত্ব নিতে অপারগতা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। বাগড়াম্বরে অদ্বিতীয় আওয়ামী লীগ একটি আত্মপ্রেমজনিত বৈকল্যে ভোগে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশে তিনি বলেন, ‘যতই একক কর্তৃত্ববাদী শাসনের প্রকোপ বৃদ্ধি, গণতন্ত্র হরণ আর বিরোধী মত নিধন করেন না কেন, জনগণের অধিকারের পক্ষে আমাদের উচ্চারণ থামবে না।’

‘করোনার এই সংকটেও আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি। পূর্ণিমার রাতেও বিএনপি অমবস্যার অন্ধকার দেখতে পায়’— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘বিএনপি জাতিকে বিভ্রান্ত করছে না বরং জাতির সামনে প্রতিনিয়ত সঠিক তথ্য তুলে ধরছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নিষ্কর্মার ঢেঁকি স্বাস্থ্যমন্ত্রীর অযোগ্যতা ও ক্ষমতাসীনদের সিন্ডিকেটের কারণে স্বাস্থ্যসেক্টর ভেঙে পড়েছে। করোনাসহ কোনো রোগেরই চিকিৎসা পাচ্ছে না মানুষ। করোনার টেস্ট না করিয়েই দেওয়া হচ্ছে করোনার রিপোর্ট। বিনা চিকিৎসায় পথে ঘাটে মারা যাচ্ছে মানুষ। কবরস্থানে লাশ দাফনের জায়গা নেই।’

রিজভী বলেন, ‘এখনো সরকারি হাসপাতালের চিকিৎসায় ৬৬ ভাগ খরচ রোগীর পকেট থেকে ব্যয় হয়। আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে তো ঘটি-বাটি, সহায়-সম্পদ সব খোয়াতে হয়। চিকিৎসার মতো একটি মৌলিক অধিকারকে অগ্রাহ্য করে মেগা প্রজেক্ট নিয়েই ব্যাস্ত আছে সরকার। মানুষের জীবন-মরণের প্রশ্নটি সরকারের কাছে কোনো মূল্য নেই।’

তিনি বলেন, ‘অভাবের তাড়নায় লাইন ধরে ঢাকা ছাড়ছে মানুষ। ধারদেনা করে কোনো রকম জীবন যাপন করছে মধ্যবিত্ত ও নিম্নধ্যবিত্তরা। ব্যাংকগুলো লুট করে খালি করে দেওয়া হয়েছে। এবারের কাল্পনিক বাজেটেও সরকারের টার্গেট হচ্ছে ব্যাংক থেকে বিপুল পরিমাণে ঋণ নেওয়া। এই ঋণ জনকল্যাণের কাজে ব্যবহৃত হবে না। বরং মেগা প্রজেক্টের নামে লুটপাটেই শেষ হয়ে যাবে।’

রিজভী বলেন, ‘রাষ্ট্রের সকল সেক্টর দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। প্রতিদিন এসব খবর গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। দুর্নীতি ও লুটপাটই হচ্ছে ওবায়দুল কাদেরদের কাছে পূর্ণিমার আলো। তাই ব্যর্থতার সমালোচনা তাদের কাছে ‘অন্ধকার’ মনে হচ্ছে।’

তিনি বলেন, ‘করোনাকালে সরকার গণমাধ্যমের গলায় ফাঁস পরিয়ে রাখলেও যতটুকু সংবাদ প্রকাশিত হচ্ছে তাতে সরকারি দলের লোকদের দুর্নীতির কাহিনী শুনলে গা শিউরে ওঠে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ আওয়ামী লীগ নেতার রিজেন্ট হাসপাতালে করোনার সঠিক পরীক্ষা না করে হাজার হাজার মানুষের দেওয়া হয়েছে করোনার ভুল রিপোর্ট। যার পজিটিভ তাকে দেওয়া হয়েছে নেগেটিভ, আর যার নেগেটিভ তাকে দেওয়া হয়েছে পজিটিভ রিপোর্ট। এইভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ওই হাসপাতালটি।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘করোনা কালে মানুষ বাঁচাতে সরকারের কোনো পদক্ষেপ নেই। ওবায়দুল কাদেররা ঘরের ভেতরে বসে ভার্চুয়াল বক্তব্য রাখছেন। যার ফলে দেশজুড়ে যে মানুষের মনে অমাবস্যার ঘন অন্ধকার বিরাজ করছে, সেটা তিনি টের পাচ্ছেন না।’

করোনা টপ নিউজ টেস্ট পরীক্ষা রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর