Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলম্বিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, ৭ জনের মৃত্যু


৭ জুলাই ২০২০ ১৬:২১

কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় পিউবলো ভেইজো শহরে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে আগুনে পুড়ে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪৭ জন। খবর সিনহুয়া।

সোমবার (৭ জুলাই) পুলিশ জানায় ট্যাংকারটি উল্টে যাওয়ার পর স্থানীয় অনেক লোক ট্যাংকারকে ঘিরে ভিড় করে। তারা ট্যাংকারের জ্বালানি নির্গমন পাইপ বন্ধ করার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে।

এদিকে, সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে পিউবলো ভেইজো শহরের মেয়র ফাবিনা ওসপিনো বলেন, আশঙ্কা করছি এই মর্মান্তিক দুর্ঘটনায় আগুনে পুড়ে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে।

তার পরপরই স্থানীয় পুলিশ বিস্ফোরনে আগুনে পুড়ে ৭ জনের মৃত্যু এবং অপর ৪৬ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করে।

অন্যদিকে, মাগাদালিন বিভাগীয় গভর্নর কার্লোস কেইসিডো এএফপি’কে বলেন, আহতদের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। গুরুতর আহতদের বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যে সব শহরে বার্ন ইউনিট রয়েছে গুরুতর আহতদের সেখানে নিয়ে যাওয়ার জন্য বিমান বাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে।

পাশাপাশি, প্রেসিডেন্ট আইভান দুকুই এক বার্তায় দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কলম্বিয়া ট্যাংকার বিস্ফোরণ মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর