রেলে কোরবানির পশু পরিবহনের পরিকল্পনা রেলমন্ত্রীর
৭ জুলাই ২০২০ ১৬:০২ | আপডেট: ৭ জুলাই ২০২০ ১৮:১২
ঢাকা: আসন্ন ঈদ-উল-আজহায় রেলের মাধ্যমে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা-চট্টগ্রামে কোরবানির পশু পরিবহনের পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার (৭ জুলাই) রেলভবন থেকে মন্ত্রী তার এ সিদ্ধান্তের কথা জানান।
রেলওয়ের প্রচলিত ভাড়ায় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে কোরবানির পশু পরিবহণ করার পরিল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যবসার চাহিদার ভিত্তিতে তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে।’
এছাড়া ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে যেকোন দিন থেকেই এ ট্রেন চালু করা যাবে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘গাইবান্ধা বা পাবনা-কুষ্টিয়া থেকে চট্রগ্রামে প্রতিটি গরুর ভাড়া সর্বোচ্চ ২ হাজার ৫০০ এবং ঢাকায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা হতে পারে।’
আগ্রহী ব্যবসায়ীদের রেলওয়ের কন্ট্রোল নম্বর-০১৭১১-৬৯১৫২০-এ যোগাযোগ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে আম পরিবহনের সুবিধার্ধে ‘ম্যাংগো স্পেশাল’ নামে একটি ট্রেন চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে পরিচালনা করছে। এর ফলে ব্যবসায়ীরা সহজেই ঢাকাসহ অন্যান্য শহরে খুব অল্প ভাড়ায় আম পরিবহন করতে পারছে।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শাসসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়াজাহান উপস্থিত ছিলেন।