Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনে দেশে আরও ৫৫ মৃত্যু, শনাক্ত ৩ হাজার ২৭


৭ জুলাই ২০২০ ১৪:৫৫

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ১৫১ জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে ৩ হাজার ২৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।

সোমবার (৬ জুলাই) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। করোনাক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১০২ জন।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত রোগী মারা যান ১৮ মার্চ।

করোনাভাইরাসের বিস্তার রোধে ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব সরকারি-বেসরকারি অফিস। এছাড়া সরকারঘোষিত সাধারণ ছুটি কয়েকদফা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়।

৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি অফিস খুলেছে। তবে বন্ধ রাখা হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কোনো কোনো জায়গায় অনলাইনে পাঠদান কার্যক্রম চলছে।

২৪ ঘন্টায় করোনা আক্রান্ত দেশে করোনা আক্রান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর