Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় জোয়ারের পানিতে প্লাবিত এলাকা, জনদুর্ভোগ চরমে


৭ জুলাই ২০২০ ১৫:৫০

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত টিকিকাটা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে দুটি গ্রামের প্রায় তিন শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। গ্রামের প্রায় ৩ হাজার মানুষ এখন পানিবন্দি। হাঁস-মুরগি ও গবাদি পশু নিয়ে এই এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছে। জোয়ারের লোনা পানিতে ফসলি জমি ও জমির বীজতলা তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে ফসল ও বনজ গাছপালা।

বিজ্ঞাপন

২০ মে দেশের উপকূল জুড়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের পানি নেমে গেলেও মঠবাড়িয়া-গুলিশাখালী খালের দুই পাড়ের পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসস্টান্ড সংলগ্ন এলাকা ও টিকিকাটা গ্রামে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয় ঘরবাড়ি।

ক্ষতিগ্রস্থ এলাকাবাসী বলছেন, বিভিন্ন সময় নানারকম আশ্বাস পেলেও এখনও বাঁধ নির্মাণ করা হয়নি। এব্যাপারে প্রশাসনের চরম গাফিলতি আছে বলে অভিযোগ করেন তারা।

পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল গফফার বলেন, ‘আম্পানের ফলে ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পানিবন্দি হয়ে অনেক কষ্ট করে জীবনযাপন করছি। কিন্তু এ ভাবে জোয়ারের পানিতে আমাদের বাড়িঘর
প্লাবিত হলে আর কয়দিন বাঁচা যাবে।’

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাজী কামাল বলেন, জোয়ারের পানি বেড়ে ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। ফলে এখন থেকে পানি না কমা পর্যন্ত এখানকার মানুষের জোয়ার-ভাটা হিসেব করে বসবাস করতে হবে। এ অবস্থায় দ্রুত বাঁধ মেরামত ও সংস্কার করা না হলে এই এলাকা মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে বলে দাবি করেন তিনি।

পিরোজপুর (পাউবি) নির্বাহী প্রকৌশলী দ্বিপক রঞ্জন দাস বলেন, ঘূর্ণিঝড় আম্পানে টিকিকাটা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেড়িবাঁধের ভাঙা অংশ দুই-এক দিনের মধ্যে সংস্কার করা হবে।

পিরোজপুর মঠবাড়িয়া বন্যার পানি ভাঙা বেড়িবাঁধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর