গ্যাস থাকবে না ক্যান্টনমেন্ট, বনানীসহ আশপাশের এলাকায়
৭ জুলাই ২০২০ ১২:৪২ | আপডেট: ৭ জুলাই ২০২০ ১২:৫১
ঢাকা: ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, বনানী, মহাখালী ডিওএইচএসসহ এর আশেপাশের এলাকায় মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেড।
তিতাস’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকবে: ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, মহাখালী ডিওএইচএস, বনানীর শহীদ তাজউদ্দীন আহমেদ সরণির দুই পাশে, পূর্ব নাখালপাড়া এবং বনানী এলাকার সকল আবাসিক, বাণিজ্যিক, শিল্প গ্রাহকদের সংযোগে।
এছাড়াও, সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বনানী রেলওয়ে স্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তরিত হবে।
টপ নিউজ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেড