সংসদের মুলতবি অধিবেশন শুরু কাল, পাস হতে পারে ‘ভার্চুয়াল আইন’
৭ জুলাই ২০২০ ১২:১৭ | আপডেট: ৭ জুলাই ২০২০ ১৬:১৭
ঢাকা: সংসদের মুলতবি অধিবেশন আগামীকাল বুধবার বেলা ১১ টায় বসবে। ৩০ জুন ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস করার পর ৭ দিনের জন্য অধিবেশন মুলতবি রাখা হয়। আগামীকাল অধিবেশনের সমাপ্তি হতে পারে। এই অধিবেশনে ভার্চুয়াল আইনসহ ২/৩টি আইন পাস হওয়ার কথা রয়েছে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১১ জুন সংসদে ৫ লাখ ৮৬ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন। ১৬ জুন থেকে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরুর কথা থাকলেও ১৫ জুন সম্পুরক বাজেট পাসের পর অধিবেশন ২৩ জুন পর্যন্ত মুলতবি করা হয়। মন্ত্রী, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে অধিবেশন সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিটি বাজেট অধিবেশন দীর্ঘ হলেও এবার করোনা পরিস্থিতির কারণে আর মাত্র ৪/৫ কার্যদিবসে অধিবেশন সমাপ্ত করা হচ্ছে।
এদিকে সংসদ অধিবেশনে এসে যাতে কেউ সংক্রমণের শিকার না হন, সে বিষয়ে স্বাস্থ্যবিধি অনুসরণে কড়াকড়ি নিয়ম আরোপ করা হয়েছে। সংসদে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের করোনার নমুনা টেস্ট করিয়ে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সর্বশেষ সংসদ অধিবেশনে অংশ নেবেন এমন ১৭০ জন সংসদ সদস্যের করোনা টেস্ট করা হয়।
অধিবেশনের শুরু থেকে প্রবীণ ও অসুস্থদের সংসদে না আসার পরামর্শ দেয়া হয়েছে। অধিবেশনে প্রতিদিন ৬০ থেকে ৭০ জন সংসদ সদস্য যোগ দেন। তারা সকলে মাস্ক, গ্লাভস পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে অধিবেশন কক্ষে বসেন।